এ বছরের নভেম্বরে হবে কাতার বিশ্বকাপ। শীতকালের এই বিশ্বকাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তাঁর মতে, এটা ভুল সময়ে, ভুল কারণে হচ্ছে। বিশ্বকাপ নিয়ে কথা শুনলেই রাগান্বিত হয়ে যাচ্ছেন ক্লপ-এমনটা জানাচ্ছে ডেইলিমেইল।
বিজ্ঞাপন
আজ থেকে শুরু হচ্ছে ২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশ্বকাপের আগে ১২ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে লিগের খেলা। শীর্ষ ক্লাবগুলোর অধিকাংশ ফুটবলারই বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে। বিশ্বকাপের পর লিগ চালু হয়ে শেষ হবে মে মাসে। এটাকেই নেতিবাচক হিসেবে নিচ্ছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। বিশ্বকাপের কারণে কোনো বিশ্রাম পাবে না ফুটবলাররা।
আগামীকাল ফুলহামের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে লিভারপুল। এর আগে আজ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লপ,'যদি সব খেলোয়াড় বিশ্রাম পেত তাহলে ঠিক ছিল কিন্তু সেটা তো হচ্ছে না। যদি শীতকালীন ছুটির মত হতো তাহলে ঠিক ছিল কিন্তু এখানে কিছু খেলোয়াড় বিশ্রাম পাবে আর কিছু মাঠের খেলায় ব্যস্ত থাকবে। '