kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

মিরাজকে ছাড়াই ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক   

৫ আগস্ট, ২০২২ ১৮:৩৪ | পড়া যাবে ১ মিনিটেমিরাজকে ছাড়াই ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ফাইনাল ম্যাচ।

হালকা চোটে পড়ায় বাংলাদেশের শুরুর একাদশে নেই আসরে চার গোল করা স্ট্রাইকার মিরাজুল ইসলাম। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে তাকে মাঠে দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

তবে শুরুর একাদশে আছেন আসরে তিন গোল করা পিয়াস আহমেদ নোভা। লিগ পর্বে পিয়াসের জোড়া গোলে ভারতকে হারানোয় ফাইনালেও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের শুরুর একাদশ:
মোহাম্মদ আসিফ
তানভীর হোসেন
শাহীন মিয়া
আজিজুল হক অনন্ত
ইমরান খান
রফিকুল ইসলাম
পিয়াস আহমেদ নোভা
মইনুল ইসলাম মইন
নাহিয়ান
আক্কাস আলী
রাজন হাওলাদার

ভারতের শুরুর একাদশ:
সোম কুমার
হালেন
আমানদিপ
বিকাশ ইয়ামনাম
সিবাজিত সিং
ভিবিন মোহানান
গুরকিরাত সিং
হিমাংশু জাংরা
মাহেসোন সিং
ব্রিজেশ গিরি
তাইসন সিংসাতদিনের সেরা