kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

এএফসির সেরা গোলের চূড়ান্ত পর্বে কিংস তারকা রোবিনহোর গোল

ক্রীড়া প্রতিবেদক   

৫ আগস্ট, ২০২২ ১৭:২৬ | পড়া যাবে ২ মিনিটেএএফসির সেরা গোলের চূড়ান্ত পর্বে কিংস তারকা রোবিনহোর গোল

ছবিঃ মীর ফরিদ

এএফসি কাপ ২০২২ এর গ্রুপ পর্বের সেরা গোলের দৌড়ে সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল রাউন্ডে বসুন্ধরা কিংস তারকা রবসন রোবিনহোর একটি গোল। ফাইনালে সবমিলিয়ে জায়গা পেয়েছে গ্রুপ পর্বে হওয়া দর্শনীয় দশটি গোল। এখান থেকে সর্বোচ্চ ভোট পাওয়া গোলটিকে সেরা হিসেবে ঘোষণা করা হবে। চূড়ান্ত পর্বের এই ভোট চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞাপন

ফুটবলপ্রেমিরা ভোট দিতে পারবেন এএফসির ওয়েবসাইটে গিয়ে। সেখানে একটি পুল চালু রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ভাগ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রোবিনহো। ৩২ ভাগ ভোট পেয়ে সবার উপরে এটিকে মোহন বাগানের লিস্টন কোলাসোর গোল। ২২ ভাগ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন কুয়ালালামপুর সিটির ব্রাজিলিয়ান ফুটবলার পাউলো জোসউ।  

গত মে মাসে ভারতের অনুষ্ঠিত এএফসি কাপে ডি গ্রুপের ম্যাচে গোকুলাম কেরালার বিপক্ষে একটি গোল করেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রোবিনহো। গোকুলামের বিপক্ষে সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় বসুন্ধরা কিংস। ম্যাচের ৩৬ মিনিটে গোলটি করেন রোবিনহো। বক্সের কোনা থেকে কেরালার দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।সাতদিনের সেরা