kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

অস্ত্রোপচারের ধকল সামলে ওঠার আগেই করোনায় আক্রান্ত রাহুল

অনলাইন ডেস্ক   

২২ জুলাই, ২০২২ ১৯:১৫ | পড়া যাবে ১ মিনিটেঅস্ত্রোপচারের ধকল সামলে ওঠার আগেই করোনায় আক্রান্ত রাহুল

অসুখ-বিসুখ যেন পিছু ছাড়ছে না ভারতের টপ অর্ডার ব্যাটার লোকেশ রাহুলের।  করোনা আক্রান্ত হয়ে তিনি উইন্ডিজ সিরিজ থেকে সম্ভবত ছিটকে যাচ্ছেন। এই সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন রাহুল। আজ থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহের শেষের দিকেই ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাওয়ার কথা ছিল রাহুলের। এই মুহূর্তে তিনি এনসিএতে রিহ্যাব করছেন।

কয়েক সপ্তাহ আগে জার্মানিতে রাহুলের হার্নিয়ায় অস্ত্রোপচার হয়। যে কারণে গত জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে তিনি ছিলেন না।  উইন্ডিজ সফরে দিয়েই তার মাঠে ফেরার কথা ছিল। করোনার কারণে সেটাও হচ্ছে না। রাহুলের অনুপস্থিতিতে ঈশান কিষান, দীপক হুদা, সঞ্জু স্যামসনদের সুযোগ বাড়ল।

এর আগে নিজের সুস্থতার খবর জানিয়ে রাহুল টুইটারে লিখেছিলেন, 'কঠিন কয়েকটি সপ্তাহ কাটল। তবে অস্ত্রোপচার সফল হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছি। রিকভারি শুরু হয়ে গেছে। আপনাদেরর আশীর্বাদ এবং শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ। দ্রুতই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ' এদিকে, কমনওয়েলথ গেমসের জন্য ভারতের নারী দলের এক সদস্যেরও করোনা হয়েছে।সাতদিনের সেরা