অবশেষে নতুন ক্লাবে নাম লেখালেন বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল। তুরস্কের ক্লাব ফেনেরবাচ ছেড়ে সে দেশেরই আরেক ক্লাব ইস্তানবুল বাসাকসেহিরে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। ২০১৯-২০ মৌসুমে তুরস্কের শীর্ষ লিগের শিরোপা জিতে দলটি।
আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাসাকসেহির।
বিজ্ঞাপন
২০২১ সালে ফ্রি ট্রান্সফারে আর্সেনাল থেকে ফেনেরবাচে যোগ দেন ওজিল। গত মার্চে কোচের সঙ্গে দ্বন্ধে জড়িয়ে দলটির স্কোয়াডের বাইরে ছিলেন তিনি। এর আগে দলটির হয়ে সবমিলিয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন নয়টি গোল।
জার্মান এই ফুটবলার খেলেছেন রিয়াল মাদ্রিদের মত ক্লাবে। স্প্যানিশ ক্লাবটির হয়ে চার মৌসুমে ১৫৯ ম্যাচে করেন ২৭ গোল। এরপর ২০১৩-১৪ মৌসুমে যোগ দেন ইংলিশ ক্লাব আর্সেনালে। গানারদের জার্সিতে শেষ সময়টা মোটেও ভাল কাটেনি ওজিলের। ক্লাবের সঙ্গে নানা জটিলতার কারণে ২০২০-২১ মৌসুমের প্রথম পর্বে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি সে। এরপরেই মধ্যবর্তী দলবদলে যোগ দেন ফেনেরবাচে।