kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

জয়ের জন্য সবাই ক্ষুধার্ত ছিল : তামিম

অনলাইন ডেস্ক   

১৪ জুলাই, ২০২২ ০৮:৩৬ | পড়া যাবে ১ মিনিটেজয়ের জন্য সবাই ক্ষুধার্ত ছিল : তামিম

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফরে গিয়ে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও ২-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। তবে ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। তামিম ইকবালের দল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। ম্যাচশেষে অধিনায়ক জানালেন, জেতার জন্য প্রত্যেকটা ক্রিকেটারই ক্ষুধার্ত ছিল।

বিজ্ঞাপন

তামিম জানান, 'জয়ের জন্য সবাই ক্ষুধার্ত ছিল। টেস্ট ও টি-টোয়েন্টিতে চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হওয়ার পর, আমরা ওয়েনডে জিততে চেয়েছিলাম। শুধু আমি নই, দলের অন্য ১৫ জনও জিততে চেয়েছে। তাদের সবার আকাঙ্খার ফলেই এই জয়। '

অধিনায়ক আরো বলেন, 'আমাদের মূল একাদশের তিন জন নেই- এটা দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছিল। কিন্তু আমাদের দল তাদের অভাব অনুভব করতে দেয়নি। '

ওয়াডেতে ক্রমাগত সাফল্যের পরও পা মাটিতে রাখছেন অধিনায়ক তামিম। জানানেল এখনো শিখছেন তিনি, 'অধিনায়ক হিসেবে আমি এখনো শিখছি। চেষ্টা করছি বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে। আমি আত্মবিশ্বাসী। তবে যেদিন মনে করব আমি আমার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারছি না, তখনই আমি সরে দাঁড়াব। 'সাতদিনের সেরা