আগে থেকেই রাফিনহার দিকে নজর ছিল বার্সেলোনার। অবশেষে তাকে দলে ভেড়ায়ে সক্ষম হল স্প্যানিশ ক্লাবটি। রাফিনহাকে দলে পেতে চেয়েছিল ইংলিশ ক্লান চেলসি। কিন্তু ব্রাজিলিয়ান এই ফুটবলারের স্বপ্ন ছিল বার্সেলোনার জার্সিতে খেলার।
বিজ্ঞাপন
বুধবার এক বিবৃতির মাধ্যমে রাফিনহার সঙ্গে চুক্তির বিষয়টি ঘোষণা করে বার্সেলোনা। সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানিয়েছে, 'রাফিনহাকে স্থানান্তরের জন্য শারীরিক পরীক্ষা পর্যন্ত বার্সেলোনা এবং লিডস ইউনাইটেড নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে। '
২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান এই উইঙ্গারের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে বার্সেলোনা। তাকে দলে পেতে সবমিলিয়ে ৫৫ মিলিয়ন ইউরোর মত খরচ হয়েছে স্প্যানিশ ক্লাবটির। গত দুই মৌসুম ধরে লিডস ইউনাইটেডের জার্সিতে খেলেছেন রাফিনহা। সবমিলিয়ে ১৭ গোল এবং ১২ অ্যাসিস্ট করেন তিনি
চলতি মৌসুমে এটি বার্সেলোনার তৃতীয় সাইনিং। এর আগে সেন্টার-ব্যাক আন্দ্রেয়াস ক্রিস্টেনসন ও ফ্র্যাঙ্ক কেসিয়েকে দলভুক্ত করেছে বার্সেলোনা। চেলসি থেকে ক্রিস্টেনসন ও এসি মিলান থেকে কেসিয়েকে ফ্রি ট্রান্সফারে দলে টানে বার্সা।