kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

গায়ানায় টাইগারদের ঈদ উদযাপন

অনলাইন ডেস্ক   

৯ জুলাই, ২০২২ ২০:০৩ | পড়া যাবে ১ মিনিটেগায়ানায় টাইগারদের ঈদ উদযাপন

সৌদি আরবের মতো ওয়েস্ট ইন্ডিজেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে থাকা বাংলাদেশ ক্রিকেট দলও ঈদ উদযাপন করছে সেখানে। শনিবার স্থানীয় সময় সকাল ছয়টায় গায়ানার রাজধানী জর্জটাউনের কুইন্সটাউন জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মাহমুদ উল্লাহ-শরিফুলরা।

একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন গায়ানার সবচেয়ে বড় মসজিদ কুইন্সটাউন জামে মসজিদে।

বিজ্ঞাপন

সেই মসজিদে বাংলাদেশের ক্রিকেটাররা ছাড়াও প্রবাসী কিছু বাংলাদেশি ঈদের জামাতে অংশ নিয়েছিলেন।

গায়ানা থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালোভাবে ঈদের সময় কাটান, নিজের পরিবারের সাথে এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেন। ’

শরিফুল বলেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে সুস্থ থেকে ঈদ পালন করেন এটাই আমার চাওয়া। ধন্যবাদ। ’

মোস্তাফিজ বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই ফ্যামিলি নিয়ে ঈদ করেন, এই আশা করি। ’সাতদিনের সেরা