কমলাপুরের ক্যাম্পে ফুটবলাররা।
আগামী ২৫ জুলাই থেকে ভারতের ভুবনেশ্বরে হবে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে গত ১ জুলাই থেকে কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ক্যাম্প। তবে স্কোয়াডে থাকা ফুটবলাররা পাচ্ছেন না ঈদের ছুটি।
বিজ্ঞাপন
অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে ডাক পাওয়া ফরোয়ার্ড রাসেল আহমেদ এ মৌসুমে খেলছেন স্বাধীনতা ক্রীড়া সংঘের হয়ে। ফুটবলের কারণে অধিকাংশ সময়ই পরিবার ছেড়ে ঢাকায় থাকতে হয় তাঁকে। যে কারণে পরিবারকে খুব বেশি সময় দেওয়া হয়না। সাফের সময় ঘনিয়ে আসায় ঈদে'ও চলমান থাকবে ক্যাম্প। তাই পরিবারকে রেখে সতীর্থদের সঙ্গে ঈদ উদযাপন করতে হবে তাঁকে। এ ব্যাপারে কালের কণ্ঠকে রাসেল বলেন,'সবাই তো চায় পরিবারের সঙ্গে ঈদ করতে। ঈদের দিন পরিবার ছেড়ে ঈদ করলে অবশ্যই খারাপ লাগে। আসলে কিছু করার নেই। আমাদের মেনে নিতে হবে। '
পাঁচ দলের আসর ২৫ জুলাই টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৫ আগস্ট। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। অংশ নিচ্ছে স্বাগতিক ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের ম্যাচ সূচি:
২৫ জুলাই
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২৭ জুলাই
বাংলাদেশ বনাম ভারত
২৯ জুলাই
মালদ্বীপ বনাম বাংলাদেশ
২ আগস্ট
বাংলাদেশ বনাম নেপাল