kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

লঙ্কান টেস্ট দলে অনভিষিক্ত তিন স্পিনার

অনলাইন ডেস্ক   

৫ জুলাই, ২০২২ ১২:৪৪ | পড়া যাবে ১ মিনিটেলঙ্কান টেস্ট দলে অনভিষিক্ত তিন স্পিনার

স্বাগতিক শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শুক্রবার।  সেই টেস্টের জন্য শ্রীলঙ্কা দলে ডাকা হয়েছে তিন অনভিষিক্ত স্পিনারকে। তারা হলেন- মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে ও লাকসিথা মানাসিংহে।

গলে সিরিজের শেষ টেস্টে এ তিনজনের মধ্যে অন্তত একজনের অভিষেক হওয়া নিশ্চিত।

বিজ্ঞাপন

কেননা করোনার কারণে লঙ্কান স্কোয়াড থেকে ছিটকে গেছেন প্রবীণ জয়াবিক্রম, আর স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ওয়েলালাগে। এছাড়া ব্যাটিংটাও খারাপ করেন না তিনি। প্রথম টেস্টেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী ওয়েলালাগে। শেষ টেস্টে তাঁর অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে, প্রথম টেস্টের তৃতীয় দিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজের আইসোলেশন পিরিয়ড শেষ হচ্ছে আজ। তাই দ্বিতীয় ম্যাচের একাদশ বিবেচনায় থাকবেন এ অভিজ্ঞ অলরাউন্ডার। উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।সাতদিনের সেরা