এসি মিলান ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমালেন আইভরি কোস্টের মিডফিল্ডার ফ্রাংক কেসিয়ে। ২০১৭ সাল থেকে ছিলেন এসি মিলানের ডেরায়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি ট্রান্সফারে যোগ দিলেন স্প্যানিশ ক্লাবটিতে।
আজ সোমবার এক বিবৃতিতে কেসিয়েকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।
বিজ্ঞাপন
২০১৬-১৭ মৌসুমে আতালান্তার হয়ে নজর কাড়েন কেসিয়ে। এরপরের মৌসুমে ধারে তাকে দলে টানে এসি মিলান। দুই মৌসুম পর ২০১৯ স্থায়ীভাবে চুক্তি করে কেসিয়ের সঙ্গে। গত মৌসুমে মিলানের লিগ শিরোপা পুনরুদ্ধারে অবদান রাখেন কেসিয়ে। মিলানের হয়ে পাঁচ মৌসুমে ২২৪ ম্যাচে ৩৯ গোল আছে তার।