চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে লিগ শুরু করা স্বাধীনতা ক্রীড়া সংঘ এখন অবনমনের পথে। ১৮ ম্যাচ শেষে দলটির ঝুলিতে মাত্র নয় পয়েন্ট। পুলিশ এফসির কাছে হেরে অবনমনের পথটা আরও পরিস্কার হয়েছে দলটির। আজ সোমবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের কাছে ১-০ ব্যবধানে হেরেছে স্বাধীনতা।
বিজ্ঞাপন
১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ পুলিশ এফসি। সমান ম্যাচে স্বাধীনতার অর্জন মাত্র ৯ পয়েন্ট। প্রথমবারের মতো দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলে অংশ নিয়েই বসুন্ধরা কিংসের মত দলকে হারিয়ে চমক দেখায়। এরপর আবাহনীর বিপক্ষে ড্র করে আটকে দেয়। কিন্তু এরপর মাঠের পা রফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। এতে অবনমনের দিকে এগিয়ে যাচ্ছে দলটি।
লিগের শেষ চার ম্যাচে অলৌকিক কিছু ঘটাতে না পারলে নেমে যেতে হবে চ্যাম্পিয়নশিপ লিগে। রাজশাহীতে আজ প্রথমার্ধে কোনো দলই পারেনি গোলের মুখ খুলতে। অবশেষ ৭১ মিনিটে স্পট কিক থেকে পুলিশকে একমাত্র গোল এনে দেন আমিরুদ্দিন শারিফি। বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি স্বাধীনতা।