এজবাস্টন টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিন ভারতের বিরাট কোহলির সঙ্গে মাঠেই ঝামেলা হয় ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর। কোহলি তাঁকে মুখ বন্ধ করে ব্যাটিংয়ে মন দেওয়ার কথা বলেছিলেন। এরপরই বেয়ারস্টো তাণ্ডবমূর্তি ধারণ করেন। ভারতীয় বোলারদের পিটিয়ে শতরান করেন।
বিজ্ঞাপন
বেয়ারস্টো জানান, ‘কোহলির সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। গত দশ বছর ধরে একে অপরের বিপক্ষে খেলতে পেরে আমরা গর্বিত। আশা করি, সে নিশ্চয়ই আমার সঙ্গে নৈশভোজে যেতে রাজি হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আসলে দেশের হয়ে খেলতে আমরা দুজনেই ভালবাসি। দুজনেই মাঠে একে অপরকে ছাপিয়ে যেতে চাই। নিজেদের ভালবাসার কাজটাই করি। ’
কোহলির সঙ্গে ওই বাদানুবাদের পরেই বেয়ারস্টোকে আক্রমণাত্মক হতে দেখা যায়। ১২ রান করতে যেখানে ৬০ বল নিয়েছিলেন, সেখানে পরের ১০৬ রান করতে মাত্র ১১৯ বল নিয়েছেন তিনি। নিজের ইনিংস সম্পর্কে বেয়ারস্টো বলেছেন, ‘ভারত দুর্দান্ত একটা দল। ওদের বিরুদ্ধে খেলা সব সময়েই কঠিন। ব্যাট করতে নামলে কঠিন মুহূর্ত আসবেই। সেটাকে সামলে নিয়ে প্রতিপক্ষের উপর পাল্টা চাপ দেওয়া দরকার। সেটাই করেছি। আগ্রাসী ব্যাটিংই আমার আসল অস্ত্র। ’