গতকাল প্রথম ম্যাচে বারবার হানা দিয়েছে বৃষ্টি। ছবি : ক্রিকইনফো
বৃষ্টির কারণে ডমিনিকার উইন্ডসর পার্কে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছিল। রাত পোহাতেই আজ রবিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। তবে দিনজুড়ে শঙ্কা ছিল একটাই―বৃষ্টি। ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হলো, আজ বৃষ্টির খুব একটা আশঙ্কা নেই।
বিজ্ঞাপন
বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি সঠিক সময়, মানে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টাতেই শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। গতকাল প্রথম ম্যাচটি শুরু হয়েছিল পৌনে দুই ঘণ্টা দেরিতে। এরপর দুই দফা বৃষ্টি আসায় দুইবার ওভার কর্তন করা হয়। তবু ম্যাচটি শেষ করা যায়নি।
অবশ্য ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের একটা লাভই হয়েছে। পরাজয় থেকে বাঁচা গেছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৫ রান করতে পেরেছিল বাংলাদেশ। ডমিনিকার উইকেটও ছিল ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। কিন্তু বাংলাদেশি ব্যাটাররা উইকেট বিসর্জন দিয়েছেন। এ কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্তে ক্যারিবিয়ান ক্যাপ্টেন নিকোলাস পুরানকে রাজি করাতে একটু বেগ পেতে হয়েছে আম্পায়ারদের।
About to leave for the ground. pic.twitter.com/fS3E4SsQPk
— Athar Ali Khan (@AtharAliKhan97) July 3, 2022