kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

টি-টোয়েন্টি সিরিজ

আজ ফের মুখোমুখি বাংলাদেশ-উইন্ডিজ

অনলাইন ডেস্ক   

৩ জুলাই, ২০২২ ১৪:৪৫ | পড়া যাবে ২ মিনিটেআজ ফের মুখোমুখি বাংলাদেশ-উইন্ডিজ

শনিবার দফায় দফায় বৃষ্টির ফলে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আবার মুখোমুখি দুদল। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

ডমিনিকার উইন্ডসর পার্কে শনিবার ১৪ ওভারে নেমে এসেছিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।

বিজ্ঞাপন

সেই ১৪ ওভারও খেলা হয়নি, ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর যখন ৮ উইকেটে ১০৫, তখনই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।  

প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর, ‘আগে বোলিং করতে পারলে ভালো হতো। টসে হেরেছি, এটা খেলারই অংশ। আমি নিশ্চিত, দ্বিতীয় ম্যাচে আমাদের আরো উন্নতি হবে। কারণ কয়েকজন খেলোয়াড় খেলার বাইরে ছিল বেশ কয়েক সপ্তাহ। তারা বিবর্ণ ছিল। ’

গত ম্যাচটি নুরুল হাসান সোহানের জন্য একটা শেখার দিন ছিল বলে মনে করেন কোচ, ‘সাকিব ভুল সময়ে আউট হয়ে গেছে। ওর কাছ থেকে আমাদের বড় স্কোর দরকার ছিল। সোহানও এই ফরম্যাটে ভালো। ও বিগ হিটার, শক্তিশালী ব্যাটসম্যান। কিন্তু সেও ভুল করে আউট হলো। তার জন্য এটা শেখার একটা দিন। তবে তাকে ফর্মে দেখে ভালো লাগছে। ’ সাতদিনের সেরা