kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

বৃষ্টির চোখ রাঙানি শেষে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক   

৩ জুলাই, ২০২২ ০০:৫২ | পড়া যাবে ২ মিনিটেবৃষ্টির চোখ রাঙানি শেষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি : টুইটার

বৃষ্টির কারণে আজ শনিবার ডমিনিকার উইন্ডসর পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ে টস হয়নি। মাঠ শুকানোর পর এক ঘণ্টা পয়তাল্লিশ মিনিট দেরিতে টস অনুষ্ঠিত হয়।   সেই টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক উইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ১:১৫ মিনিটে শুরু হবে খেলা।

বিজ্ঞাপন

ওভার কর্তন করে ১৬ ওভারে নামিয়ে আনা হয়েছে।

দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশে। ৭ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন এনামুল হক বিজয়। টসে জিতে ফিল্ডিং নেওয়ার কারণ সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান বলেন, পাঁচ বছরের বেশি সময় এই মাঠে খেলা না হওয়ায় পিচ কাভারে ঢাকা ছিল। তাই এমন কন্ডিশনে উইকেট কেমন আচরণ করবে, সেটি নিশ্চিত নন বলেই তিনি পরে ব্যাটিং নিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, টসে জিতলে তিনিও বোলিং নিতেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ধোলাই হয়ে উইন্ডিজ সফর শুরু করেছে বাংলাদেশ। ধোলাই হওয়ার চেয়েও বড় কথা হলো, বাংলাদেশের ব্যাটিং ছিল জঘন্য। এবার ফরম্যাট বদলে গেলেও আশাবাদী হওয়া যাচ্ছে না। কারণ টি-টোয়েন্টিতেও বাংলাদেশ বেশ দুর্বল একটা দল। যদিও উইন্ডিজের বিপক্ষে রেকর্ড একবারে খারাপ না। টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে ৫ বার হারিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি জিতেছে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে- ১১ বার। এই ফরম্যাটে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ২১১ রানও উইন্ডিজের বিপক্ষে। সিরিজের প্রথম দুই ম্যাচের ভেন্যু ডমিনিকার উন্ডসর পার্কে খেলার অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরই বেশি! ওয়েস্ট ইন্ডিজের এই টি–টোয়েন্টি দলের মাত্র দুজন ক্রিকেটারই এর আগে উইন্ডসর পার্কে খেলেছেন। কারণ ৫ বছর পর এই স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।সাতদিনের সেরা