ছবি : ক্রিকইনফো
টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হানা দিল বৃষ্টি। গতকাল শুক্রবার থেকেই ডমিনিকায় বৃষ্টি হচ্ছিল। মাহমুদউল্লাহরা অনুশীলনও করতে পারেননি। আজ শনিবার ম্যাচের আগে বিরূপ আবহাওয়ার জন্য যথা সময়ে মাঠ প্রস্তুতের কাজ শেষ করা যায়নি।
বিজ্ঞাপন
দুই ম্যাচের টেস্ট সিরিজে ধোলাই হয়ে উইন্ডিজ সফর শুরু করেছে বাংলাদেশ। ধোলাই হওয়ার চেয়েও বড় কথা হলো, বাংলাদেশের ব্যাটিং ছিল জঘন্য। এবার ফরম্যাট বদলে গেলেও আশাবাদী হওয়া যাচ্ছে না। কারণ টি-টোয়েন্টিতেও বাংলাদেশ বেশ দুর্বল একটা দল। যদিও উইন্ডিজের বিপক্ষে রেকর্ড একবারে খারাপ না। টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে ৫ বার হারিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি জিতেছে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে- ১১ বার। এই ফরম্যাটে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ২১১ রানও উইন্ডিজের বিপক্ষে। সিরিজের প্রথম দুই ম্যাচের ভেন্যু ডমিনিকার উন্ডসর পার্কে খেলার অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরই বেশি! ওয়েস্ট ইন্ডিজের এই টি–টোয়েন্টি দলের মাত্র দুজন ক্রিকেটারই এর আগে উইন্ডসর পার্কে খেলেছেন।