২০২২-২৩ মৌসুমে ইতালিয়ান লিগ সিরি আ'তে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে নারী রেফারি মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতিকে। রেফারিংয়ের ক্ষেত্রে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল।
ইতালির শীর্ষ লিগের রেফারিং পুলে জায়গা করে নিয়েছেন কাপুতি। ৩১ বছর বয়সী এই নারী রেফারির অর্জনকে স্বাভাবিকভাবে গ্রহণ করার কথা জানান ইতালির রেফারিদের পরিচালনা কমিটির সভাপতি আলফ্রেদো ত্রেন্তালাঙ্গে।
বিজ্ঞাপন
২০০৭ সালে শুরুতে প্রাদেশিক ও আঞ্চলিক অঞ্চলে রেফারিংয়ে যাত্রা শুরু করেছিলেন কাপুতি। পরে ২০১৫ সালে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সিরি ডি’তে। ২০২০ সালে সিরি সি’তে ম্যাচ পরিচালনার সুযোগ পান। একই বছর সিরি বি’তেও এক ম্যাচে রেফারি হিসেবে ছিলেন। এ ছাড়া ২০১৯ সালে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের দুটি ম্যাচ পরিচালনা করেন তিনি। ধারাবাহিকভাবে ম্যাচ পরিচালনা করায় নতুন উচ্চতায় নাম লেখাতে যাচ্ছেন কাপুতি।