kalerkantho

সোমবার । ৮ আগস্ট ২০২২ । ২৪ শ্রাবণ ১৪২৯ । ৯ মহররম ১৪৪৪

দুই ফরম্যাটের জন্য তিনটি দল ঘোষণা ভারতের!

অনলাইন ডেস্ক   

১ জুলাই, ২০২২ ১৯:৪০ | পড়া যাবে ৩ মিনিটেদুই ফরম্যাটের জন্য তিনটি দল ঘোষণা ভারতের!

ইংল্যান্ডের বিপক্ষে চলমান এডজবাস্টন টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ওই দুই সিরিজের জন্য তিনটি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি সিরিজের জন্য দুই টি এবং ওয়ানডের জন্য ১টি দল ঘোষণা করা হয়েছে।

টেস্ট খেলার কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলবেন না বিরাট কোহলি, ঋসভ পন্থ, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ এবং শ্রেয়াস আইয়ার।

বিজ্ঞাপন

বিশ্রাম শেষে তারা দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে খেলবেন। তাই প্রথম টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে তাদের নাম নেই। তবে এই দলে আছেন- ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন এবং রাহুল ত্রিপাঠী।

শেষ দুই টি-টোয়েন্টির জন্য আরও একটি দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে আছেন কোহলি-পান্থরা। আর গায়কোয়াড়-স্যামসনরা ওই দল থেকে বাদ পড়েছেন। টি-টোয়েন্টি দলে এবারও রাখা হয়নি পেসার মোহাম্মদ শামিকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তিনি এই ফরম্যাটে ব্রাত্য। অবশ্য ওয়ানডে দলে তার নাম আছে।

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ পারফর্ম করার কারণে ওয়ানডে দলে রাখা হয়েছে পেসার অর্শদীপ সিংকে। প্রথম টি-টোয়েন্টির দলেও আছেন তিনি। ওয়ানডে দলে আছেন তরুণ পেসার প্রসিধ কৃষ্ণও। টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডেতে আছেন শার্দুল ঠাকুর। ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। দুই ফরম্যাটের দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রাহুল ত্রিপাটি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং এবং উমরান মালিক।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, আবেশ খান, হার্শাল প্যাটেল এবং উমরান মালিক।  

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্রা চাহাল, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং।সাতদিনের সেরা