ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম। পাঁচ বছরের চুক্তিতে প্রায় ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এভারটন থেকে টটেনহামে পাড়ি জমালেন রিচার্লিসন। আজ শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটি।
গত মৌসুমে এভারটনের জার্সিতে দশ গোল এবং সতীর্থকে দিয়ে আরও ৫টি গোল করিয়েছেন রিচার্লিসন।
বিজ্ঞাপন
২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় রিচার্লিসনের। এখন পর্যন্ত সেলেসাওদের হয়ে ৩৬ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল।