সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এউইন মরগান। ৭ বছরের সফল নেতৃত্বকালে তিনি দলকে জিতিয়েছেন বিশ্বকাপ। শীঘ্রই মরগানের জায়গায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তার আগে মরগানের কাছে প্রশ্ন করা হয়েছিল, তার যোগ্য উত্তরসূরি কাকে মনে করেন? জবাবে মরগান বলেছেন বেশ কয়েকজনের নাম।
বিজ্ঞাপন
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে মরগান বলেছেন, 'ভাগ্য ভালো যে সিদ্ধান্তটা আমাকে নিতে হচ্ছে না। অধিনায়ক হওয়ার মতো অনেকেই আছে: জস বাটলার তাদের মধ্যে একজন, আরেকজন মঈন আলী। এই দলে বেশ কয়েকজন অসাধারণ নেতা আছে- জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান, ক্রিস ওকস। জস বাটলার অসাধারণ সহকারী অধিনায়ক এবং সে যখন এগিয়ে এসেছিল, ঠিকঠাকভাবেই দায়িত্ব নিয়েছে। '
দীর্ঘদিন রঙ্গিন পোশাকে মরগানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন বাটলার। দুজনের বোঝাপড়াও খুব ভালো। তাছাড়া সম্প্রতি বাটলার ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। দুর্দান্ত ফর্মে আছেন তিনি। তাই বাটলার নেতৃত্বের দৌড় মরগানের চোখে এগিয়ে আছেন। বাটলারকে শুধু ভালো একজন ব্যাটসম্যান হিসেবেই দেখেন না মরগান, 'সে শুধু ব্যাট দিয়েই সম্মান আদায় করে নিয়েছে, ব্যাপারটা তা নয়। সে এই দলের একজন নেতা। '