২০২০ সালে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর অবসরেই সময় পার করেছেন এরনেস্তো ভালভের্দে। ২০২২-এ এসে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন স্প্যানিশ এই কোচ। নতুন মৌসুমে ভালভের্দেকে দেখা যাবে আতলেতিকো বিলবাওয়ের ডাগ আউটে।
আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালভের্দের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিলবাও।
বিজ্ঞাপন
তৃতীয় দফায় বিলবাওয়ের প্রধান কোচের দায়িত্ব নিলেন ভালভের্দে। এর আগে ২০০৩ থেকে ২০০৫ এবং ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন। এ ছাড়া ২০০২ সালে দলটির সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন। তার অধীনেই ২০১৫ সালে স্প্যানিশ সুপার কাপ জয় করে বিলবাও।