kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

রোনালদোর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির শিকার ভেরাত্তি

অনলাইন ডেস্ক   

৩০ জুন, ২০২২ ১১:৫০ | পড়া যাবে ১ মিনিটেরোনালদোর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির শিকার ভেরাত্তি

রোনালদো নাজারিও এবং মার্কো ভেরাত্তি

ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদোর নাজারিওয়ের স্পেনের বাড়িতে উঠেছিলেন ইতালি ও পিএসজি তারকা মার্কো ভেরাত্তি। রিয়াল ভায়োদোলিদের মালিক ও প্রেসিডেন্ট রোনালদোর এই বাড়িটি স্পেনের ইবিজায় অবস্থিত। মৌসুমের শেষে সেখানে ছুটি কাটাতে গিয়ে চুরির শিকার হয়েছেন ভেরাত্তি।

রবিবার পরিবার নিয়ে বাইরে খাবার খেতে গিয়েছিলেন ভেরাত্তি।

বিজ্ঞাপন

বাসায় ফিরে দেখেন অলংকার, ঘড়ি ও নগদ অর্থ চুরি গেছে। অলংকারসহ প্রায় ৩০ লাখ ইউরো সমমূল্যের মালামাল খুইয়েছেন ভেরাত্তি, টাকার অঙ্কে যা ৩০ কোটি। সোমবার পুলিশকে ঘটনা জানিয়েছেন মেসি-নেইমারদের সতীর্থ।

যদিও ঘরের দরজার ভাঙার কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্প্যানিশ পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।  কিছুদিন স্পেনে ডাকাতির শিকার হয়েছিলেন আরবি লেপজিগের তারকা ডানি ওলমোর। আর এবার চুরির শিকার হলেন ভেরাত্তি।সাতদিনের সেরা