kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

রোহিত না খেললে বুমরাহ হতে পারেন অধিনায়ক

অনলাইন ডেস্ক   

৩০ জুন, ২০২২ ১১:২১ | পড়া যাবে ১ মিনিটেরোহিত না খেললে বুমরাহ হতে পারেন অধিনায়ক

করোনার কারণে এজবাস্টন টেস্ট থেকে রোহিত শর্মা যদি ছিটকেই যান তাহলে ভারতের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে পেসার জসপ্রিত বুমরাহকে। এজবাস্টনে আগামীকাল থেকে শুরু হওয়া টেস্টে বেন স্টোকসের সঙ্গে বুমরাহকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

রোহিত খেলতে না পারলে যার অধিনায়কত্ব করার কথা ছিল, সেই লোকেশ রাহুল চোটের কারণে ছিটকে গেছেন। ফলে বুমরাহকেই পঞ্চম টেস্টে অধিনায়ক হিসেবে দেখা যাবে হয়তো।

বিজ্ঞাপন

মাঝে জল্পনা উঠেছিল অধিনায়কের আসনে ফের বিরাট কোহলিকে দেখা যাবে কি না। তবে কোহলি দায়িত্ব নিতে রাজি হননি বলেই জানা গেছে।

অধিনায়কত্ব নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।  ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, ‘আমাদের উচিত আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা। সেটাই মনে হয় ভালো।  রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে আমরা আগে সংশ্লিষ্টদের বক্তব্য শুনি। তারপর পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হবে। তখন আনুষ্ঠানিকভাবে বিষয়টা জানানো যাবে। ’সাতদিনের সেরা