ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতে নাম লিখিয়েছেন জাপানিজ মিডফিল্ডার তাকুমি মিনামিনো। চার বছরের জন্য তাকে দলে টেনেছে ফরাসি ক্লাবটি। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উভয় ক্লাব।
২০২০ সালের জানুয়ারিতে সালসবুর্ক থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন মিনামিনো।
বিজ্ঞাপন
মোনাকোতে যোগ দিতে পেরর খুশি জাপানিজ এই মিডফিল্ডার। তিনি বলেছেন,'দারুণ এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি খুশি। ফ্রান্সের ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। '
লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচ খেলে ১৪ গোল করেন মিনামিনো। গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া নিশ্চিত করেছে মোনাকো। সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে মোনাকোর জার্সিতে দেখা যাবে মিনামিনোকে।