kalerkantho

শুক্রবার । ১৯ আগস্ট ২০২২ । ৪ ভাদ্র ১৪২৯ । ২০ মহররম ১৪৪৪

এজবাস্টন টেস্টের আগে ভারতকে স্টোকসের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক   

২৮ জুন, ২০২২ ১২:২৬ | পড়া যাবে ১ মিনিটেএজবাস্টন টেস্টের আগে ভারতকে স্টোকসের হুঁশিয়ারি

তিন ম্যাচের টেস্ট সিরিজে এই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। লিডসে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে তারা ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। এর মাধ্যমে ইংলিশ ক্রিকেটে স্টোকস ও ম্যাককালাম জুটির দুর্দান্ত সূচনা হলো। ইংলিশদের সামনে এবার ভারত।

বিজ্ঞাপন

কিউইদের হোয়াইটওয়াশের পর ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন স্টোকস, ‘আমি যা বলছি বিশ্বাস করুন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে মানসিকতা নিয়ে আমরা খেলেছি, ভারতের বিরুদ্ধেও থাকবে সেটা। বিগত তিন ম্যাচে যা করেছি ভারতের বিরুদ্ধেও ঠিক এমনটাই ঘটবে। ’

স্টোকস আরো বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর টেস্ট ক্রিকেট সম্পর্কে দলের খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করেছি। চাপমুক্ত থেকে দেশের জন্য খেলার কথা বলেছি। ফলাফল নিজ থেকেই আসবে। ’

উল্লেখ্য, গত বছর করোনার কারণে চার ম্যাচ শেষে স্থগিত হওয়া সিরিজে ভারত ২-১-এ এগিয়ে আছে। এজবাস্টনে জয় কিংবা ড্র করলেই সিরিজ নিজেদের করে নেবে টিম ইন্ডিয়া।সাতদিনের সেরা