kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

কোহলির একটু বেশিই সময় লাগছে : সৌরভ

অনলাইন ডেস্ক   

২৭ জুন, ২০২২ ২১:১৭ | পড়া যাবে ২ মিনিটেকোহলির একটু বেশিই সময় লাগছে : সৌরভ

অধিনায়ক হিসেবে খেলোয়াড়ি জীবনে যেমন তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতেন, ক্রিকেট প্রশাসনে এসেও একইভাবে ক্রিকেটারদের পাশে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বহুদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন বিরাট কোহলি। দলের সেরা ব্যাটারের এই অবস্থা নিয়ে সমালোচনা হচ্ছে। অথচ এমন বিপদে কোহলির পাশে দাঁড়ালেন বিসিসিআই সভাপতি।

বিজ্ঞাপন

ভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলির অফফর্ম নিয়ে প্রশ্নের জবাবে তিনি বললেন, 'ব্যাড প্যাচ সবারই যায়। তবে তার একটু বেশি সময় লাগছে। আমার মনে হয় দ্রুত বড় রান করবে বিরাট। '

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়ক হলেও ব্যক্তিগত পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি ঋষভ পন্থের। তার পাশেও দাঁড়িয়েছেন সৌরভ, 'এক-আধটা সিরিজ এমন যায়। তবে চিন্তার কিছু নেই। ঋষভ ভবিষ্যতের তারকা। খুব ভালো ব্যাটার। রাহুলও (প্রধান কোচ রাহুল দ্রাবিড়) তার পাশে আছে। '

ঋষভ পন্থকে কি তাহলে ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ভাবছে বিসিসিআই? এই প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, 'না না, সেটা বলার সময় এখনো আসেনি। কেউ ছিল না বলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঋষভকে অধিনায়ক করা হয়েছিল। রোহিতের অধিনায়কত্বে আমরা খুশি। সে খুব বড় মাপের ব্যাটার। ঠাণ্ডা মাথা। আশা করছি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে ভারত ভালো পারফর্ম করবে। 'সাতদিনের সেরা