kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

বৃষ্টিতে বিলম্বিত টাইগারদের পরাজয়

অনলাইন ডেস্ক   

২৭ জুন, ২০২২ ২০:০৪ | পড়া যাবে ১ মিনিটেবৃষ্টিতে বিলম্বিত টাইগারদের পরাজয়

ছবি : এএফপি

সেন্ট লুসিয়া টেস্টের তিন দিনেই হেরে যেত বাংলাদেশ, যদি না বারবার হানা দিত বৃষ্টি। আজ সোমবার চতুর্থ দিনেও যথারীতি বৃষ্টির হানা। আজ ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে সেন্ট লুসিয়ায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ ও আগামীকাল দুই দিনই সারা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে।

বিজ্ঞাপন

সর্বশেষ পাওয়া খবরে বৃষ্টি থেমেছে। পানি জমেছে মাঠের কিছু জায়গায়। ভেজা আউটফিল্ড শুকানোর কাজ চলছে। ম্যাচ যথাসময়ে (বাংলাদেশ সময় রাত ৮টায়) শুরু হয়নি।

উইন্ডিজের প্রথম ইনিংসে করা ৪০৮ রানের জবাবে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে যথারীতি ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ১১৮ রানে নেই হয়ে গেছে ৬ উইকেট। ১৭৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নামা বাংলাদেশ ৬ উইকেটে ১৩২ রান তুলে আজ ইনিংস হারের শঙ্কায়।

এখন পর্যন্ত সর্বোচ্চ ৪২ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি। এখনো ইনিংস হার এড়াতে প্রয়োজন ৪৩ রানের। দুই অপরাজিত ব্যাটার নুরুল হাসান সোহান (১৬*) এবং মেহেদী হাসান মিরাজ (০*) কি পারবেন ইনিংস হার এড়াতে?সাতদিনের সেরা