তানভীর আহমেদ ও রমিজ রাজা
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজাকে ধুয়ে দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ। পাকিস্তানের হয়ে তিন ফরমেটে খেলা এই পেসার বলেছেন, পাকিস্তানের ক্রিকেটটাকে ধ্বংস করবে রমিজ।
নিজের ইউটিউব চ্যানেলে তানভীর বলেন, ‘আমাকে কি কেউ বলতে পারবে যে, রমিজ রাজা দায়িত্ব নেওয়ার পর থেকে একটা ভালো কাজ করেছেন? দল নির্বাচন ও পিসিবিতে লোক নেওয়ার ক্ষেত্রে মেধার বিচার হয় না। রমিজ যখন দায়িত্ব নিয়েছিল, ভেবেছিলাম এবার পাক ক্রিকেটের উন্নতি হবে।
বিজ্ঞাপন
রমিজ কিছুদিন আগে জানিয়েছেন যে, জুনিয়র পিএসএল আয়োজন করতে চান। এই ভাবনার ঘোরতর বিরোধিতা করেছেন তানভীর। তিনি বলেন, ‘জুনিয়র পিএসএল না করে দুই-তিন দিনের টুর্নামেন্টে মনযোগ দেওয়া দরকার রমিজের। তার এমন সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দেবে। ’
৪৩ বছর বয়সী তানভীর আহমেদ পাকিস্তানের হয়ে ৫টি টেস্ট, ২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ১৭ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে তাঁর শিকার ২ উইকেট। আর টি-টোয়েন্টিতে নিয়েছেন এক উইকেট। পাকিস্তানের জার্সিতে সর্বশেষ ২০১৩ সালে খেলেছেন তিনি।