kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

ম্যানসিটি ছেড়ে আর্সেনালে জেসুস

অনলাইন ডেস্ক   

২৭ জুন, ২০২২ ১৪:০৪ | পড়া যাবে ১ মিনিটেম্যানসিটি ছেড়ে আর্সেনালে জেসুস

গুঞ্জনই সত্যি হলো। ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আর্সেনালে যোগ দিচ্ছেন ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল জেসুস। পিয়েরে-এমেরিক অবামেয়াং ও আলেকসান্দ্র লাকাজেত আর্সেনাল ছাড়ার পর ফরোয়ার্ড সংকটে ভুগছিল দলটি। সেই সংকটের সমাধান পেয়ে গেছে আর্সেনাল।

বিজ্ঞাপন

দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো মতে, সাড়ে ৪ কোটি পাউন্ডের বিনিময়ে ম্যানসিটি থেকে জেসুসকে দলে আনছে আর্সেনাল। ২০২৭ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তি করছেন এই ব্রাজিলীয়।

সাড়ে ৫ বছর আগে পালমেইরাস থেকে ম্যানসিটিতে এসেছিলেন জেসুস। আগামী মৌসুমে ম্যানসিটিতে আসছেন সময়ের অন্যতম সেরা তারকা আর্লিং হালান্ড ও আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেজ। তাই জেসুসকে আর রাখার প্রয়োজন মনে করেনি ম্যানসিটি।সাতদিনের সেরা