kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের শিরোপা উলাকোল বিদ্যালয়ের

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি    

২৬ জুন, ২০২২ ২০:১১ | পড়া যাবে ২ মিনিটেবঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের শিরোপা উলাকোল বিদ্যালয়ের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফাইনাল গতকাল যশোরের ঝিকরগাছা বি এম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। দুটি টুর্নামেন্টেই শিরোপা জিতেছে উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়।  

আজ রবিবার ছেলেদের ফাইনালে মুখোমুখি হয়েছিল উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জমজমাট ম্যাচটিতে উলাকোল বিদ্যালয় জেতে ৩-২ গোলে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার উলাকোলের সিহাবের।  

মেয়েদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ড কাপের ফাইনালে উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়েছিল ব্যাংদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জিতে ১-০ গোলের জয়ে।   টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সারিকা তন্বীর।  

খেলা শেষে বি এম হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও লুবনা তাক্ষীসহ শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।সাতদিনের সেরা