ছবি : কালের কণ্ঠ
আগের ম্যাচে ৬-০ ব্যবধানে জিতলেও আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুর ৪৫ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও পারেনি গোলের মুখ খুলতে। রক্ষণ সামলানোতেই মনোযোগ ছিল মালয়েশিয়ার।
আগের ম্যাচের একাদশেই ভরসা রাখেন গোলাম রব্বানী ছোটন।
বিজ্ঞাপন
অষ্টম মিনিটে বক্সের সামনে থেকে আঁখি খাতুনের গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মালয়েশিয়ান গোলকিপার নুরুল আজুরিন। ১১ মিনিটে সহজ সুযোগ গোলে পরিণত করতে পারেননি মাসুরা পারভিন। মনিকার তুলে দেওয়া বল গোলমুখ থেকে পোস্টের উপর দিয়ে মারেন এই ডিফেন্ডার।
১৭ মিনিটে আরও একবার মালয়েশিয়াকে রক্ষা করেন গোলকিপার আজুরিন। মনিকা চাকমার কাটব্যাকে দূর থেকে নেওয়া সাবিনার শট লাফিয়ে আঙুলের টোকায় বল বাইরে পাঠান তিনি। ৪০ মিনিটে মালয়েশিয়ার বক্সের সামনে কৃষ্ণার থেকে স্বপ্না এরপর বল পান সাবিনা, কিন্তু বাংলাদেশ অধিনায়কের শট লুফে নেন মালয়েশিয়ান গোলকিপার।