kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

বন্যাদুর্গতদের পাশে মুশফিক; দান করলেন এক মাসের বেতনের পুরোটাই

ক্রীড়া প্রতিবেদক   

২৬ জুন, ২০২২ ১৭:১৩ | পড়া যাবে ১ মিনিটেবন্যাদুর্গতদের পাশে মুশফিক; দান করলেন এক মাসের বেতনের পুরোটাই

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যা চলছে সিলেট-সুনামগঞ্জ এলাকায়। বন্যার তীব্রতা সামান্য কমলেও বহু জায়গা এখনো পানির নিচে। দেখা দিয়েছে খাদ্যাভাব। মানুষের হাতে কাজও নেই।

বিজ্ঞাপন

সরকারি সাহায্যের পাশাপাশি বহু ব্যক্তি-সংগঠন ত্রাণ বিতরণ করে যাচ্ছে। এবার বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন মুশফিকুর রহিম।

'মিস্টার ডিপেন্ডেবল' খ্যাত জাতীয় দলের এই তারকা ক্রিকেটার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নিজের এক মাসের বেতনের পুরোটাই দান করেছেন। জানা গেছে, মুশফিকের দেওয়া অর্থ দিয়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দল সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করবে। মুশফিক ফাউন্ডেশনের মাধ্যমে দ্রুতই উপদ্রুত এলাকায় পৌঁছে যাবে সেই অর্থ।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, সারা দেশে বন্যায় ১৭ মে থেকে গতকাল পর্যন্ত মোট ৮২ জন মারা গেছে। আগের দিন পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৭৩। এর মধ্যে সিলেটে ১৮, সুনামগঞ্জে ২৬, ময়মনসিংহে ৫, নেত্রকোনায় ৯, জামালপুরে ৯, শেরপুরে ৪, লালমনিরহাটে ১, কুড়িগ্রামে ৩, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ৪ জনের মৃত্যু হয়।সাতদিনের সেরা