kalerkantho

সোমবার । ৮ আগস্ট ২০২২ । ২৪ শ্রাবণ ১৪২৯ । ৯ মহররম ১৪৪৪

রোহিত শর্মা করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক   

২৬ জুন, ২০২২ ১২:২০ | পড়া যাবে ১ মিনিটেরোহিত শর্মা করোনায় আক্রান্ত

ভারতীয় দলে ফের করোনার হানা। এবার আক্রান্ত হলেন টেস্ট অধিনায়ক রোহিত শর্মা। শনিবার রোহিতের করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজ সকালে টুইট করে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিসিসিআই জানায়, রোহিত বর্তমানে আইসোলেশনে আছেন। রবিবার বিষয়টি নিশ্চিত করার জন্য আরটি পিসিআর টেস্ট করানো হবে তাঁর।

ভারত ও লেস্টারশায়ারের মধ্যকার চলমান প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনের খেলার শেষে ভারতীয় বোর্ড টুইট করে রোহিতের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানায়। রোহিত প্রস্তুতি ম্যাচে খেললেও শনিবার ব্যাট করতে নামেননি। অথচ ভারতের সাত উইকেট পড়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ২৫ রান করেছিলেন। দ্বিতীয় দিন ফিল্ডিংও করতে নেমেছিলেন রোহিত।

গত বছর স্থগিত হওয়া ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টটি ১ জুলাই এজবাস্টনে শুরু হবে। এই টেস্টের আগে রোহিত সুস্থ হতে পারবেন কি না, সেটাই এখন প্রশ্ন।

ইংল্যান্ডের উদ্দেশে ভারত ছাড়ার আগে রবিচন্দ্রন অশ্বিন করোনা পজিটিভ হয়েছিলেন। এরপর ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিও করোনার শিকার হয়েছিলেন। এবার করোনায় আক্রান্ত হলেন দলটির অধিনায়ক।সাতদিনের সেরা