তৃতীয় বিভাগের ক্লাব ডার্বির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ওয়েন রুনি। আর্থিক ইস্যুতে শাস্তি হিসেবে ২১ পয়েন্ট কর্তন হওয়ায় সংকটে জর্জরিত ক্লাবটিকে গত মৌসুমে তিনি চ্যাম্পিয়নশিপে রাখতে পারেননি।
রুনি তার প্রথম দফায় দায়িত্ব পালনকালে ডার্বিকে নিয়ে চমক দেখান এবং ক্লাবটিকে ওপরের বিভাগে নিয়ে আসেন। কিন্তু মৌসুমের শেষভাগে এসে ক্লাবটির প্রশাসনিক সমস্যা সৃষ্টি হওয়ায় রুনি দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ২০২০ সালে ক্লাবটির দায়িত্ব গ্রহণ করেছিলেন। চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি আছে।