ছবি : মীর ফরিদ
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে অতিথিদের সঙ্গে নিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সড়ক পথের শুভ উদ্বোধন করেন। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে কেক কেটে উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আজ দুপুরে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনের উপস্থিতিতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধনে সামিল হয় ফুটবলাঙ্গন।
বিজ্ঞাপন
পদ্মা সেতু চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, 'সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিকল্পনা, সিদ্ধান্ত দিয়ে স্বপ্নের পদ্মা সেতু চালু করেছেন। গোটা বাংলাদেশে যত বাঙালী আছে তারা আজ গর্বিত। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই তারা আমাদের জন্য যা করছে সেটা অতুলনীয়। এটা গোটা দেশবাসীর জন্য। '
পদ্মা সেতু চালু হওয়ায় এখন যোগাযোগ ব্যবস্থা সহজ হবে তাই দক্ষিণাঞ্চলে প্রিমিয়ার লিগের ভেন্যু করার চিন্তা-ভাবনা করছে বাফুফে। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন,'পদ্মা সেতু এখন দুই পারকে এক করে দিয়েছে। যেহেতু যোগাযোগ ব্যবস্থা এখন ভাল হল সেহেতু দেখা যাক ওদিকে প্রিমিয়ার লিগের ভেন্যু বাড়ানো যায় কিনা। '