মোহাম্মদ সাইফউদ্দিন। ফাইল ছবি
বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন কিছুদিন আগে বলেছিলেন, ‘আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা দুর্ভাগা’। তাঁর এই কথাটাই যেন সত্যি! ইনজুরির সঙ্গে তাঁর লড়াই চলছেই। ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের দলে ছিলেন সাইফউদ্দিন। তবে ফের দুঃসংবাদ শুনলেন তিনি।
বিজ্ঞাপন
পিঠের সেই পুরোনো ব্যথায় আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনটা আরও পিছিয়ে গেল। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, সাইফউদ্দিন ‘আনফিট’। ফলে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হচ্ছে না তাঁর, খেলা হচ্ছে না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়েছিলেন সাইফউদ্দিন। এরপর গত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠে ফিরেছেন এই অলরাউন্ডার। আবাহনীর জার্সিতে ১৪ ম্যাচ ২২ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ২৭০ রান করেন।
এদিকে, সাইফউদ্দিনের আগে সাদা বলের সিরিজ শেষ হয়ে গেছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। তাদের বিকল্প হিসেবে এখনো কারো নাম শোনা যায়নি।