খেলোয়াড়ি জীবনে 'দ্য ওয়াল' খ্যাত রাহুল দ্রাবিড় আট মাস ধরে ভারতের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। রবি শাস্ত্রীর পর এই দায়িত্বে এসে ড্রেসিংরুমে কেমন অভিজ্ঞতা হলো তার? ভারত-দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে দ্রাবিড় নিজেই রসিকতা করলেন নিজের অভিজ্ঞতা নিয়ে।
দ্রাবিড় বলেছেন, 'কোচের কাজটা বেশ উত্তেজনার। দারুণ মজা হচ্ছে।
বিজ্ঞাপন
কিছুদিন পরপরই বদলে যাচ্ছে ভারতীয় দলের অধিনায়ক। কাজ করতে সমস্যা হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেন, 'না। আমরা ক্রমশ ভালো করার চেষ্টা করছি। আমরা বিভিন্নজনকে নিয়ে চেষ্টা করেছি আট মাস ধরে। টেস্ট ক্রিকেটের দিক থেকে দেখলে দক্ষিণ আফ্রিকা সফর আমাদের জন্য একটু হতাশার ছিল। সাদা বলের ক্রিকেটে কিন্তু আমাদের ফল ভালোই হচ্ছে। দলের চরিত্র ফুটে উঠছে। '