kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

যৌন হয়রানির অভিযোগ, পাকিস্তানে কোচ বরখাস্ত

অনলাইন ডেস্ক   

১৯ জুন, ২০২২ ১২:২৭ | পড়া যাবে ১ মিনিটেযৌন হয়রানির অভিযোগ, পাকিস্তানে কোচ বরখাস্ত

ফের উত্তাল পাকিস্তানের ক্রিকেট! দেশটির সাবেক পেসার ও জাতীয় পর্যায়ের কোচ নাদিম ইকবালকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার বিরুদ্ধে অভিযোগ, দলে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভনে নারী ক্রিকেটারকে যৌন হেনস্তা করেছেন তিনি। চলমান পুলিশি তদন্তের ভিত্তিতেই নাদিমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিসিবি।

ক্রিকইনফো’র তথ্য মতে, ৫০ বছর বয়সী নাদিমকে শনিবার বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

নাদিমের বিরুদ্ধে অভিযোগ আনা সেই নারী ক্রিকেটার এক ভিডিওবার্তায় বলেন, ‘জাতীয় দলে সুযোগ করে দেওয়া ও বোর্ডে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে সে (নাদিম) আমার ঘনিষ্ট হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে তার বন্ধুদের নিয়ে আমাকে যৌন নির্যাতন করে।  ভিডিও বানিয়ে রেখে আমাকে ব্ল্যাকমেইলও করেছে। ’

খেলোয়াড়ি জীবনে ওয়াকার ইউনিসের মতো নাদিমও মুলতানের হয়ে খেলেছেন। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে অনেকে ওয়াকার ইউনিসের চেয়েও বেশি প্রতিভাবান ভাবতো নাদিমকে। তবে জাতীয় দলের হয়ে কখনো খেলা হয়নি নাদিমের। ঘরোয়া ক্রিকেটে ৮০টি প্রথম শ্রেণি ও ৪৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি।সাতদিনের সেরা