কেমার রোচ ও মাইকেল হোল্ডিং
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হওয়ার দুইদিন আগেও স্বাগতিকদের স্কোয়াডে অনিশ্চিত ছিলেন কেমার রোচ। শেষ মুহূর্তে দলে এসে বাংলাদেশের ব্যাটারদের ভোগালেন এই পেসার। প্রথম ইনিংসে দুই উইকেট নিলেও বাংলাদেশকে শুরুতে এলোমেলো করে দিয়েছিলেন তিনিই। আর দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার পাঁচ উইকেট।
বিজ্ঞাপন
অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৪ দশমিক ৫ ওভারে ১০ মেডেনসহ ৫৩ রানে ৫ উইকেট নিয়েছেন রোচ। এই পেসারের শিকার হয়েছেন মাহমুদুল হাসান জয় (২২), লিটন দাস (১৭), সাকিব আল হাসান (৬৩), নুরুল হাসান সোহান (৬৪) ও এবাদত হোসেন (১)। টেস্টে এ নিয়ে দশমবারের মতো ৫ উইকেট শিকার করলেন রোচ। টেস্ট ক্রিকেটে মাইকেল হোল্ডিং ও রোচের উইকেটসংখ্যা এখন সমান, ২৪৯।
২৪৯ উইকেট নিতে হোল্ডিংয়ের লেগেছিল ৬০ টেস্ট আর রোচের লাগল ৭২ টেস্ট। হোল্ডিংকে ছুঁয়ে উচ্ছ্বসিত রোচ, ‘আমি গর্বিত। তিনি (হোল্ডিং) খেলাটির একজন কিংবদন্তি, তাঁকে স্পর্শ করা মানে হলো আমি দারুণ কিছু করেছি। খুবই ভালো লাগছে। ’
হোল্ডিংকে হয়তো ছাড়িয়ে যাবেন পরের টেস্টেই, তবে রোচের দৃষ্টি আরও একটু দূরে। ৩০০ উইকেটও পেতে চান তিনি, ‘দুই-তিন বছরের মধ্যে ৩০০ উইকেটে পৌঁছতে চাই। ’