দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে রয়েছেন ওপেনার ইমরুল কায়েস। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা মিলল তাঁর, কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। ইমরুল নিজের সম্পর্কে ও জাতীয় দল সম্পর্কে অনেক কথাই বলেছেন সেখানে।
জাতীয় দলকে মিস করেন এই ওপেনার, ‘জাতীয় দল অনেক অনেক মিস করি।
বিজ্ঞাপন
ইমরুল আশাবাদী টাইগারদের ক্যাবিরীয় সফর নিয়ে, ‘দেখুন, আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজে সবশেষ সফরটা আমরা ভালো খেলি নাই। কিন্তু এ বছর যারা আছে এবং আমাদের পেস আক্রমণ এবং স্পিন আক্রমণ মিলিয়ে ভালো একটা দল গেছে। আমি আশাবাদী আমরা যেন ম্যাচটা না হারি, আমরা যেন অন্তত জিততে না পারলেও ম্যাচটা যেন ড্র করতে পারি। আমি আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ’
সাকিব আল হাসানের অধিনায়কত্ব নিয়েও কথা বলেছেন ইমরুল, ‘সাকিব আল হাসানকে আমার থেকে ভালো আপনারা চেনেন। সাকিব আল হাসান কেমন খেলোয়াড়। সে কেমন ধরনের অধিনায়ক। আমি সবসময় বলি ও মাঠে অনেক প্রো এক্টিভ ক্যাপ্টেন এবং ও যদি মাঠে থাকে অন্যান্য যারা তরুণ খেলোয়াড় থাকে ওদের জন্য আরও বেশি অনুপ্রেরণা হয় এবং সাকিবকে যদি আমরা সব সময় মাঠে পাই, আমি অবশ্যই বলব বাংলাদেশ দলের জন্য এটা অনেক ভালো একটা দিক এবং ভালো হবে। আমি আশা করি এই সিরিজ থেকে সেটা শুরু হবে। ’
ক্যারিবীয় সিরিজ সম্পর্কে ইমরুল আরো বলেন, ‘ব্যাটারদের রান করতে হবে, বোলারদের উইকেট নিতে হবে, ২০টা উইকেট নিতে হবে। এটাই চ্যালেঞ্জ। সব থেকে বড় কথা হচ্ছে ওখানে পেস বোলার যারা আছে উইন্ডিজের ওরা হচ্ছে একুরেসি মেন্টেন করে বোলিং করে, পরিকল্পনা অনুযায়ী বোলিং করে। আমাদের টপ অর্ডাররা যদি ভালো একটা শুরু দিতে পারে তাহলে মিডল অর্ডারে জন্য কাজটা সহজ হবে এবং ভালো একটা রান হবে। অন্যথায় কঠিন। আপনি যদি টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হয়, তাহলে মিডল অর্ডারের ব্যাটারের জন্য কাজটা করা অনেক কঠিন। এটা ডিউক বল, বল যত পুরান হয় তত সুইং করতে থাকে। তো ওদিক থেকে বলবো যে অবশ্য এটা টপ অর্ডার ব্যাটাররা যেন বড় বড় ইনিংসে এগিয়ে নেয়। ’