মিতালী রাজ। ফাইল ছবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার মিতালী রাজ। বুধবার টুইটারে একটি পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন মিতালী। সর্বশেষ ম্য়াচ খেলেছেন গত ২৭ মার্চ নারী ওয়ানডে বিশ্বকাপে।
বিজ্ঞাপন
মিতালী আরো লিখেছেন, ‘যতবারই মাঠে ঢুকেছি, ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা সারা জীবন মনে রাখব। মনে হয়, এখন ক্রিকেটজীবন শেষ করার সেরা সময়। আমাদের দল কিছু তরুণ, প্রতিভাবান ক্রিকেটারদের হাতে সুরক্ষিত রয়েছে। মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। ’
১৯৯৯ সালে এক দিনের ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মিতালীর। এরপর ভারতের জার্সি গায়ে তিনি খেলেছেন ১২টি টেস্ট, ২৩২টি ওয়ানডে ও ৮৯টি টি-টোয়েন্টি। নারীদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২৩২ ওয়ানডেতে ৫০.৬৮ গড়ে তিনি করেছেন ৭৮০৫ রান।