আইপিএলের পঞ্চদশ আসর শেষ হয়েছে গতকাল। রাজস্থান রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে প্রথমবার আইপিএলে আসা দল গুজরাট টাইটান্স। তাদের দুর্ধর্ষ ট্রফি জয়ের অন্যতম নেপথ্য নায়ক শুভমান গিল। ফাইনালে কঠিন সময়ে এক প্রান্ত আগলে রেখে ৪৩ বলে অপরাজিত ৪৫* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
বিজ্ঞাপন
আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে তিনজনকে ড্রাফটের মাধ্যমে বাছাই করেছিল। তবে প্রতিভাবান তারকা আইপিএল জয়ের সঙ্গে বিশ্বকাপ জয়ের তুলনা টেনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ম্যাচের পরে উচ্ছ্বাসের আবহে শুভমান গিল ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে বলেন, 'অবশ্যই এই জয়ের গুরুত্ব বিশাল। যুব বিশ্বকাপ জয়ের পর মনে হচ্ছে, বিশ্বকাপ জেতার মতোই আইপিএল জয় সমান গুরুত্বের। এই নিয়ে পাঁচ নম্বর আইপিএল খেললাম। '
তিনি আরো বলেছেন, 'এর মধ্যেই আইপিএল জয়ের সৌভাগ্য অর্জন করলাম। ইনিংসের শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম। কোচেদের সঙ্গে সে রকমই পরিকল্পনা হয়েছিল। শেষমেশ ফিনিশিং লাইন টপকাতে পারলাম, সেটা আরো আনন্দ দিচ্ছে। ১৩০-এর কমে বিপক্ষকে আটকে রেখে আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। প্রথমে ভাবা হয়েছিল তাদের ১৫০-এর মধ্যে থামিয়ে দেওয়া যাবে। সে রকম ভেবে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তবে সৌভাগ্যবশত আমাদের মাত্র ১৩০ রান তাড়া করতে হলো। '