ছবিঃ মীর ফরিদ
ফুটবলারদের আঁতুড়ঘর বলা হয় টুর্নামেন্টটিকে। দেশের অনেক কৃতী ফুটবলারের ক্যারিয়ার শুরু এখানে। বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনের মধ্য দিয়ে সেই পাইওনিয়ার ফুটবল লিগ শুরু হয়েছে আজ। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষণায় হচ্ছে এবারের আসর।
বিজ্ঞাপন
অনূর্ধ্ব ১৫ পর্যায়ের মোট ৪৬টি দল অংশ নিয়েছে এবারের আসরে । কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে কামরাঙ্গীরচর ক্রীড়া উন্নয়নকে ২-০ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে আরামবাগ ক্রীড়া চক্র জুনিয়র। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরামবাগকে এগিয়ে নেয় শারিয়ার আনসারি। এরপর ৬০ মিনিটে সেজান মাহমুদের গোলে জয় নিশ্চিত হয়।
এর আগে বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের সহসভাপতি ও ঢাকা মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। পাইওনিয়ার ফুটবল লিগের এটি ২৮ তম আসর। একটা সময়ে ১০০-রও বেশি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে, উদ্বোধন করেছেন ফিফা সভাপতিও। এবার মোট ৫টি ভেন্যুতে হবে খেলা।