এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রতিশোধ শব্দটি শোনা যাচ্ছে বার বার। সেমিফাইনালে ভিয়ারিয়ালকে হারিয়েই রিয়াল মাদ্রিদকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চেয়েছিল মোহাম্মদ সালাহ। রিয়াল যখন ফাইনাল নিশ্চিত করলো এরপরেই সালাহ ঘোষণা দিলেন, প্রতিশোধ নিতে চান তিনি। এর আগে একবার লিভারপুলের কাছে ফাইনাল হারায় এবার প্রতিশোধের কথা বললেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি।
বিজ্ঞাপন
রেকর্ড ১৭তম বারের মত ইউরোপের সেরার ফাইনাল খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে আগের ১৬বারে মাত্র তিনবার হারের মুখ দেখেছিল স্প্যানিশ ক্লাবটি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ১৯৮১ সালে প্যারিস ফাইনাল। সেবার ১-০ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এরপর ২০১৮ সালে ফাইনালে দেখা হয় দুই দলের। এবার ৩-১ ব্যবধানে জিতে নেয় রিয়াল। স্বপ্ন ভঙ্গ হয় লিভারপুলের।
২০১৮ এর ফাইনাল হারায় মোহাম্মদ সালাহ, জর্ডান হেন্ডারসনরা প্রতিশোধের বাণী শোনাচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে। যদি ক্লপ বলেছেন প্রতিশোধে বিশ্বাসী নন তিনি। তবে সালাহ, হেন্ডারসনদের যদি প্রতিশোধ নেওয়ার থাকে তবে রিয়াল মাদ্রিদেরও আছে বলে মনে করছেন কোচ কার্লো আনচেলোত্তি,'রিয়াল মাদ্রিদেরও প্রতিশোধ নেওয়ার আছে, কারণ তারাও প্যারিসে (১৯৮১ সালে) লিভারপুলের বিপক্ষে ফাইনালে হেরেছিল। আমি যদিও বিষয়টির তেমন গুরুত্ব দেখি না। দুর্দান্ত দুটি দল একে অপরের মুখোমুখি হবে এবং যারা বেশি সাহস ও দৃঢ় মানসিকতার প্রমাণ রাখতে পারবে তারাই শেষ পর্যন্ত জয়ী হবে। '
লিভারপুল কোচ ক্লপকে প্রশংসায় ভাসিয়েছেন আনচেলোত্তি,'যেমনটা আমি বলেছি, লিভারপুল দলটি দারুণ মানসম্পন্ন, তারা গতিময় ফুটবল খেলে এবং খুবই গোছানো। তারা সেরা দলগুলোর একটি। ক্লপ অসাধারণ কোচ। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। সে অসাধারণ একজন কোচ। ' বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি