আজ রাতে ইউরোপ সেরার লড়াইয়ে ফ্রান্সের প্যারিসে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। চ্যাম্পিয়নস লিগ ফাইনালকে ঘিরে দুই দলের সমর্থকরা ভিড় জমাচ্ছেন প্যারিসে। সেখানেই রিয়াল মাদ্রিদের এক সমর্থক লিভারপুল ভক্তদের উদ্দেশ্যে কড়া মন্তব্য করে বলেছেন, লিভারপুল সমর্থকদের উচিত বাড়ি ফিরে যাওয়া।
এর আগে ফাইনালে দুবার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল।
বিজ্ঞাপন
প্যারিসে অবস্থান করা রিয়াল মাদ্রিদের ইয়াসিন নামে এক সমর্থক লিভারপুল সমর্থকদের উদ্দেশ্য বলেছেন,'রিয়াল ও লিভারপুল বড় দল কিন্তু আমি লিভারপুল সমর্থকদের একটা ভাল উপদেশ দিচ্ছি; কেনো তোমরা টিকেট কেটেছো? কেনো হোটেল বুকিং দিয়েছেন? কেনো বিমানের টিকিট কিনেছেন? কেনো? বাড়ি ফিরে যাও, টিভিতে খেলা দেখো, কাঁদো এবং ঘুমাও। এটা সহজ, সত্যি!'
তবে লিভারপুলের এক সমর্থক রিয়াল সমর্থকদের উপর এত চড়াও হননি। জর্ডান নামের এক সমর্থক বলেছেন,'আত্মবিশ্বাসী কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে কি হবে সেটা কখনোই জানেন না। গ্রুপ পর্ব তারা যে পারফরম্যান্স দেখিয়েছে সেটা খানিকটা বোকামি কিন্তু শেষ দশ মিনিটে যা দেখিয়েছে তারা কতটা ভাল। '