ফুটবলারদের আঁঁতুরঘর বলা হয় টুর্নামেন্টটিকে। দেশের অনেক কৃতি ফুটবলারের ক্যারিয়ার শুরু এখানে। সেই পাইওনিয়ার ফুটবল লিগ আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষণায় হচ্ছে এবারের আসর।
বিজ্ঞাপন
পাইওনিয়ার ফুটবল লিগের এটি ২৮ তম আসর। একটা সময়ে ১০০-রও বেশি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে, উদ্বোধন করেছেন ফিফা সভাপতিও। এবার মোট ৫ টি ভেন্যুতে হবে খেলা। আজ কিংস অ্যারেনায় আরামবাগ ক্রীড়া চক্র জুনিয়র ও কামরাঙ্গীরচর ক্রীড়া উন্নয়ন পরিষদ মুখোমুখি হবে উদ্বোধনী খেলায়।