kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

লিটন-মুশফিকের জন্য খারাপ লাগছে মুমিনুলের

অনলাইন ডেস্ক   

২৭ মে, ২০২২ ১৬:১৯ | পড়া যাবে ২ মিনিটেলিটন-মুশফিকের জন্য খারাপ লাগছে মুমিনুলের

ছবি : মীর ফরিদ

ঢাকা টেস্টে শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটে হারের পর ম্যাচের দুই সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম আর লিটন কুমার দাসের জন্য খারাপ লাগছে অধিনায়ক মুমিনুল হকের। এদের মাঝে লিটন দাস দ্বিতীয় ইনিংসে ফিফটিও করেছেন।  এই দুজনের পারফর্মেন্সের মূল্য দিতে পারেনি বাকিরা। এজন্যই হতাশা ব্যক্ত করেছেন অধিনায়ক মুমিনুল।

বিজ্ঞাপন

আজ শুক্রবার ম্যাচ শেষে মুমিনুল বলেন, 'এটা খুব হতাশাজনক। আমাদের পরিশ্রম করতে হবে, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা ভালো করতে পারিনি। কিন্তু কিছু ইতিবাচক ব্যাপার আছে।  মুশি ও লিটনের জন্য কষ্ট হচ্ছে, তারা খুব ভালো খেলেছিল। কিন্তু শ্রীলঙ্কা নতুন বল হাতে আমাদের অনেক চাপে রেখেছিল। '

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারানোর পর লিটন আর মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৭২ রানের জুটি গড়েন দুজন। লিটন দাস খেলেন ১৪১ রানের ইনিংস। আর মুশফিক শেষদিকে সঙ্গীহীন হয়ে ১৭৫* রানে অপরাজিত থাকেন। সঙ্গী পেলে হয়তো ডাবল সেঞ্চুরিও করে ফেলতেন। এই দুজনের দুটি ইনিংস শেষ পর্যন্ত বৃথাই গেল।

আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজে পুর্ণাঙ্গ সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে ১৬ ও ২৪ জুন দুটি টেস্ট ম্যাচ খেলবে। এছাড়া তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে। এই সিরিজে ভালো করার তাগিদ মুমিনুলের কণ্ঠে, 'এটা পুরোটাই মানসিক খেলার ব্যাপার, আপনি যদি মানসিকভাবে শক্তিশালী না হন, তাহলে পরের সিরিজগুলোতে ফিরে আসা খুব কঠিন। আমাদের বোলিং নিয়েও ভাবতে হবে, বিশেষ করে পেস বোলিং। 'সাতদিনের সেরা