ছবি : মীর ফরিদ
ব্যাট হাতে এখনো আগের রূপে ফিরতে না পারলেও বল হাতে দুর্ধর্ষ সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও স্পিনের মায়াজাল বিছিয়েছেন। তার ৫ উইকেটের সৌজন্য শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেমেছে ৫০৬ রানে। পেসার এবাদত হোসেনও কম যাননি।
বিজ্ঞাপন
৫ উইকেটে ২৮২ রান নিয়ে আজ মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। দুই অপরাজিত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ আর দিনেশ চান্দিমালের জুটি ভাঙা যাচ্ছিল না। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ম্যাথুজ ২৭৪ বলে আর চান্দিমাল ১৮১ বলে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন। অবশেষে চা বিরতির পর চান্দিমালকে তামিম ইকবালের তালুবন্দি করে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। ২১৯ বলে ১২৪ রানের ইনিংসে চান্দিমাল হাঁকিয়েছেন ১১টি চার এবং ১টি ছক্কা। ম্যাথুজ-চান্দিমালের ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ১৯৯ রান।
এরপর দ্রুত শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। উইকেটকিপার নিরোশান ডিকভেলাকে (৯) লিটন দাসের গ্লাভসবন্দি করে চতুর্থ শিকার ধরেন সাকিব। এই অলরাউন্ডারের পঞ্চম শিকার প্রবীন জয়াবিক্রমা (০)। পেসার এবাদতও কম যাননি। রমেশ মেন্ডিসকে (১০) বোল্ড করে ধরেন চতুর্থ শিকার। সাকিবের করা ১৬৬তম ওভারের প্রথম বলেই আসিথা ফার্নান্দো রান আউট হলে ৫০৬ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। তাদের লিড হয় ১৪১ রানের। ৪০.১ ওভার বল করে ১১ মেডেনসহ ৯৬ রানে সাকিব নেন ৫ উইকেট। আর ৩৮ ওভারে ৪ মেডেনসহ ১৪৮ রান দিয়ে এবাদতের শিকার চারটি।