kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

ম্যাথুজের পর চান্দিমালেরও শতক, বড় লিডের পথে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক   

২৬ মে, ২০২২ ১৩:৩২ | পড়া যাবে ১ মিনিটেম্যাথুজের পর চান্দিমালেরও শতক, বড় লিডের পথে শ্রীলঙ্কা

ছবি : মীর ফরিদ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১৯৯ রানের ইনিংস খেলেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১ রানের জন্য পুড়েছিলেন ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপে। দ্বিতীয় ইনিংসে খুলতে পারেননি রানের খাতাই। ঢাকায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফের তিন অংকের ঘরে পৌঁছে গেছেন ম্যাথুজ।

বিজ্ঞাপন

পিছিয়ে নন দিনেশ চান্দিমালও।

মিরপুরে টেস্টের চতুর্থ দিনে ২৭৪ বলে শতক পূরণ করেছেন ম্যাথুজ। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ত্রয়োদশ শতক। চান্দিমাল টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ শতকে পৌঁছেছেন ১৮১ বলে।  প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৪২০ রান। ম্যাথুজ ১০৫ ও দিনেশ চান্দিমাল ১০০ রানে ব্যাট করছেন। দুজনের জুটি ১৫৪ রানের।

বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিতে নেমে সফরকারীরা এরই মধ্যে লিড নিয়েছে। ৫ উইকেট হাতে রেখে লঙ্কানদের লিড এখন ৫৫ রানের।

গতকাল বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে প্রায় ৪০ ওভার কম খেলা হয়েছে। তাই আজ ৩০ মিনিট আগেই শুরু হয় দিনের খেলা, ৯৮ ওভার খেলা হবে সারাদিনে। আগামীকালও সাড়ে নয়টায় শুরু হবে খেলা।

উল্লেখ্য যে, চট্টগ্রামে দুদলের মধ্যকার প্রথম টেস্টটি ড্র হওয়ায় এই টেস্টটি সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে।সাতদিনের সেরা